রৌমারীতে ব্রহ্মপুত্র নদের খনন কাজের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন
|
![]()
রাইসুল ইসলাম ফুল রাজিবপুর কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের খনন কাজের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের হবিগঞ্জ বাজারের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে এ উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, পিআইডাব্লুউটিএর নির্বাহী প্রকৌশলী (খনন) আব্দুর রব মন্ডল,উপসহকারী প্রকৌশলী (খনন) মো. ফরিদুল এরশাদ, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুলহক মন্ডল, বন্দবের ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন,রৌমারী প্রেসক্লাব সভাপতি মো.সুজাউল ইসলাম সুজা প্রমূখ।উল্লেখ্য যে, রৌমারী উপজেলার সাহেবের আলগা, সোনাপুর ঘুঘুমারী, খেরুয়ারচর বলদমারা ও ফলুযারচর এলাকার নদীভাঙ্গন রোধ করতে এখনন কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডাব্লুউটিএ। |