কলাপাড়ায় সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যুদেহ উদ্ধার
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম দিলিপ গাজী (৫০) এর রহস্যজনক মৃত্যুদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। ২১ অক্টোবর দিবাগত রাতের যে কোন সময় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন মৃতের স্বজনরা। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। কলাপাড়া থানা পুলিশ ও মৃত্যের স্বজনদের নিকট হতে জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত্যু দৌলত হোসেন গাজীর পুত্র সাবেক ইউপি সদস্য মৃত্যু মো. আমিনুল ইসলাম দিলিপ গাজী নিজ বাড়িতে একা ছিলেন। তিন সন্তান ও স্ত্রী তার শশুড় বাড়িতে বেড়াতে গিয়েছিল। ঘটনার দিন রাতের যে কোন সময় তাকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে বলে মৃত্যের স্বজনরা ধারনা করছেন। মৃত্যের ঘরের সামনের দরজায় তালা দেখে পিছনের দরজা দিয়ে এক আত্মীয় ডাকতে গেলে কোন সাড়া শব্দ পায় না। পিছনের দরজা খোলা দেখে ঘরের ভিতরে গিয়ে মৃত্যের অস্বাভাবিক লাশ দেখতে পেয়ে কলাপাড়া থানা পুলিশকে সংবাদ দেয়। পরে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে গ্রাম্য কাঁচা রাস্তার দুর্গমপথ পারি দিয়ে কলাপাড়া থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। জানা যায়, মৃত্যু দিলিপ গাজী পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণে এক কোটি টাকার উপরে উত্তোলন করেন। এছাড়াও প্রায় তিন কোটি টাকার সম্পত্তি নিয়ে তার চাচাতো ভাইদের সাথে মামলা চলমান রয়েছে। মামলার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড হতে পারে বলে মৃত্যের স্বজনরা দাবী করেন। এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যের গলায় ও মুখমন্ডলে ক্ষতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
|